জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদ

ছবি- সংগৃহীত
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের চুক্তির প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের উদ্যোগে বৃহস্পতিবার (২৪ জুলাই/২৫) বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব বড় মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. নাযিম উদ্দিন। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন ইউসুফ, হাফেজ মাওলানা নুরুল্লাহ, মাওলানা আতহার আলী, মাওলানা মো. আইন উদ্দিন, মাওলানা মো. যুবায়ের আহমাদ হামজা, মাওলানা আব্দুল মতিন, মাসুদুর রহমান, মোবারক হোসেন, মুফতি শহীদুল্লাহ, বেলাল হোসাইন, জামাল উদ্দিন, খায়রুল ইসলাম, খোরশেদ আলম, ইলিয়াস হোসেন প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: