গৌরীপুরে ভ্রাম্যমাণ আদালতে নদীর বাঁধ অপসারণ ও তিন দোকানে জরিমানা

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে বালুয়া নদী থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ বাঁধ অপসারণ ও শাহগঞ্জ বাজারে তিনটি মিষ্টির দোকানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
মঙ্গলবার দুপুরে অচিন্তপুর ইউনিয়নে কান্দার ও গাগলা গ্রামের মাঝে থাকা নদীর মাঝামাঝি তিনটি অবৈধ বাঁধ অপসারণ করেন তিনি। এরপর একই ইউনিয়নের শাহগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মজনু মিয়া, শরিফুল ইসলাম ও মোঃ শাকিলের মিষ্টির দোকানে পাঁচ হাজার করে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও মূল্য তালিকা না থাকায় তাদের এ জরিমানা করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন- গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, গৌরীপুর পৌরসভার স্যানিটারী ইন্সপেক্টর শফিকুল ইসলাম প্রমুখ।
ছয়াকান্দা গ্রামের বাসিন্দা রহমত আলী জানান- এই বাঁধগুলোর কারণে তাঁর প্রায় ৮০ শতক জমি পানিতে তলিয়ে গেছে। এছাড়া তিন গ্রামের প্রায় একশত বিঘা জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
গৌরীপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাফরোজা সুলতানা বলেন- নদীর পানি প্রবাহ বন্ধ করে এভাবে নদীতে বাঁধ দেয়া বেআইনি।
গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন- এলাকাবাসীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এখানে নদীর মাঝ বরাবর তিনটি বাঁধ অপসারণ করা হয়েছে। তিনি আরও জানান, এই বাঁধগুলোর কারণে অনেক জমি পানিতে তলিয়ে গেছে, কৃষকের ফসলের অনেক ক্ষতি হচ্ছে। নদীতে এভাবে বাঁধ দেয়া অন্যায়, তাই এগুলো ভেঙে দেয়া হয়েছে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: