• ঢাকা

  •  মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫

জেলার খবর

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ হাজার তাল গাছের চারা রোপণ

 প্রকাশিত: ১৮:০৯, ১৬ সেপ্টেম্বর ২০২৫

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২ হাজার তাল গাছের চারা রোপণ

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ময়মনসিংহের গৌরীপুরে ২ হাজার তালগাছের চারা রোপণ করার উদ্যোগ  নেয়া হয়েছে। দলটির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌর শহরের বিভিন্ন সড়কে ৪৭ টি গাছের চারা রোপণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে এই কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন।
ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন বলেন, তালগাছ মানুষ ও পাখি উভয়ের জন্য উপকারী। অতি সম্প্রতি বজ্রপাতের প্রবণতা বেড়ে গেছে এবং সহসাই প্রাণহানি হচ্ছে। বজ্রপাত থেকে রক্ষায় যে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপন করা হয় সেটি অনেক ব্যয়বহুল। আমরা মনে করছি বিএনরিপ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোপণ করা এক একটি তালগাছ এক একটি বজ্র নিরোধক দণ্ড হিসাবে কাজ করবে।
গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এর আগে আমরা  স্বেচ্ছাশ্রমে খাল পরিষ্কার সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছি। সেই ধারাবাহিকতায় বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে ২ হাজার তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছি। ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজন ৪৭ টি তাল গাছ রোণন করে কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি গাছগুলো লাগানো হবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন  উপজেলা বিএনপির  যুগ্ম আহ্বায়ক একে এম আব্দুল্লাহ, ফারুক আহমেদ, আব্দুর রহমান বাবুল, একেএম আনোয়ারুল ইসলাম কামাল, সদস্য এম এ সাত্তার, হাফেজ মো. চাঁন মিয়া, মজিবুর রহমান, আবুল কাশেম মাইনুল ইসলাম শাহীন, আব্দুস সবুর মিলটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান রতন, নিজাম উদ্দিন, ইঞ্জিনিয়ার মো. শাহজাহান, সদস্য আলিমেল হাকিম মুন্সী শাকিব, পৌর কৃষক দলের সভাপতি কাজীয়েল হাজাত মুন্সী শাহী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক শোয়েব মুন্সী, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক খোকন, মোখলেছুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম এ বাশার ঝুলন,  উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল ইমরান প্রমুখ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: