গৌরীপুরে অধ্যাপক যতীন সরকার স্মরণসভা অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে স্বজন সমাবেশের আয়োজনে গত মঙ্গলবার স্বাধীনতা পদকপ্রাপ্ত সাহিত্যিক প্রাবন্ধিক জ্ঞানতাপস অধ্যাপক যতীন সরকার স্মরণে শোকর্যালী ও স্মরণসভা অনুষ্ঠিত হয়। হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয় থেকে শোকর্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
শোকর্যালি শেষে সংগঠনের সভাপতি মো. এমদাদুল হকের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন কবি সোহরাব পাশা। তিনি বলেন, অধ্যাপক যতীন সরকার ছিলেন শিক্ষকদের শিক্ষক। সাহিত্যাঙ্গনকে তিনি ঋদ্ধ করেছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ মন্ডল, ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর শিক্ষক সমিতির সভাপতি একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌস, ডেল্টা স্পিনার্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তার সালাহ উদ্দিন, সমন্বিত পাঠাগার আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. রাজেন্দ্র দেবনাথ, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবীর হিরা, গৌরীপুর রির্পোটার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, উদীচী গৌরীপুর শাখার সভাপতি ওবায়দুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জের ভোরের পাতার প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব, গৌরীপুর পৌর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি মোহাম্মদ ইয়াহিয়া, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ইমরান হোসাইন, আব্দুর রউফ দুদু, গৌরীপুর মাল্টিমিডিয়া সাংবাদিক পরিষদের সদস্য সচিব মোখলেছুর রহমান, উপজেলা স্বজনের সহসভাপতি নাদিরা জামান পান্না, কবি শামীমা খানম মীনা, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগ্ম সম্পাদক ফিরোজ মিয়া, গোপা দাস, চায়না রানী সরকার, শামীম আনোয়ার, হারুন মিয়া, রামগোপালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মঞ্জুরুল হক প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: