• ঢাকা

  •  শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা 

 প্রকাশিত: ১৫:৩৪, ৪ সেপ্টেম্বর ২০২৫

গৌরীপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা 

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করা করা হয়েছে। 

বুধবার গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচি সফল করতে বুধবার দুপুর থেকে উপজেলার ১০টি  ইউনিয়ন ও ১ টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে দলীয় নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে গৌরীপুর উপজেলা পরিষদে এসে জড়ো হতে থাকে।

বিকালে খেলার মাঠ থেকে উপজেলা বিএনপির সদস্য সচিব ও পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের নেতৃত্ব নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে গৌরীপুর উপজেলা পরিষদের পাবলিক হলে এসে আলোচনা সভা  করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো.  আজিজুল হক।

গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছের সভাপতিত্বে বক্তব্য দেন গৌরীপুর উপজেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক এসএম দুলাল,  শাহ ওবায়দুল্লাহ সুমন, আরিফ হোসেন আহাদ, সিরাজুল ইসলাম ফকির, সদস্য মাজহারুল ইসলাম চৌধুরী,  পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক শাহজাহান কবির হীরা, বেগ ফারুক আহমেদ,  আফরোজা আক্তার সোমা, ময়মনসিংহ উত্তর জেলা যুবলের সিনিয়র সহসভাপতি মুহাম্মদ মাহফুজুর রহমান, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল,  উপজেলা স্বেচ্ছাদলের আহ্বায়ক আতাউর রহমান আল-আমিন,  সদস্য সচিব আব্দুল কাদির,  পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহীন আলম তারা,  সদস্য সচিব জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: