ঈশ্বরগঞ্জে বিধবা নারীর বসতবাড়ি থেকে ৭ লাখ টাকা চুরির অভিযোগ

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামে বিধবা নারী মোছাঃ রহিমা খাতুনের (৫০) বসতবাড়ি থেকে ৭ লাখ টাকা চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি একই গ্রামের ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গত মঙ্গলবার এই ঘটনায় ৬ জনকে আসামী করে ঈশ্বরগঞ্জ থানায় তিনি বাদী হয়ে অভিযোগ দাযের করেন।
বিবাদীরা হলেন- ভালুকবেড় গ্রামের মৃত সুলতান মিয়ার ছেলে মোঃ আজিজুল হক (৪০), মোঃ আজিমুল হক (৩৫), মৃত সুলতান মিয়ার স্ত্রী মোছাঃ জমিলা খাতুন (৫৮), আবুল হাসেমের স্ত্রী মোছাঃ রুমেলা খাতুন (৫৫), মৃত আব্দুর রহিমের স্ত্রী মোছাঃ মঞ্জুরা খাতুন (৫০), মৃত আহাম্মদ আলীর ছেলে মোঃ ইসলাম (৫০)।
অভিযোগসূত্রে জানা যায়, রহিমা খাতুন তার স্বামী মৃত আবুল কাশেমের রেখে যাওয়া সম্পত্তি ও জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আত্মীয়দের সঙ্গে বিরোধে জড়িত। প্রায় ২৫ বছর আগে তিনি ভালুকবেড় মৌজার ৩৫ শতাংশ জমি ২ লাখ টাকায় ক্রয় করেন। কিন্তু জমির সাফকাওলা দলিল বুঝিয়ে দিতে আসামিরা নানা তালবাহানা করতে থাকেন।
গত সোমবার সকাল ৯টার দিকে রহিমা খাতুন ঘরের সুকেসে জমি বিক্রির ৭ লাখ টাকা রেখে তালাবদ্ধ করে ঈশ্বরগঞ্জ বাজারে যান। সেখান থেকে তিনি বগাপুতা গ্রামে বোনের বাড়িতে অবস্থান করেন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে বাড়ি ফিরে এসে দেখেন তার ঘরের দরজার তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখতে পান, আসবাবপত্র এলোমেলো এবং সুকেসের ড্রয়ার ভাঙা অবস্থায় রয়েছে। সেখানে রক্ষিত নগদ ৭ লাখ টাকা চুরি হয়ে গেছে। এ ছাড়া অভিযোগে বলা হয়, একই দিনে বিকেলে বিবাদীরা যোগসাজশে তার বাড়ির পিছনের বাঁশঝাড় থেকে প্রায় ৫০০টি বাঁশ ও দুটি মসাবান গাছ কেটে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য ৬০ থেকে ৭০ হাজার টাকা। রহিমা খাতুনের দাবি, পূর্ব শত্রুতার জেরে তার আত্মীয়রাই এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। প্রতিবেশী সাক্ষীরা ঘটনাস্থলে এসে ঘর ভাঙা ও চুরির বিষয়টি প্রত্যক্ষ করেছেন বলেও উল্লেখ করা হয়েছে অভিযোগপত্রে।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন ঈশ্বরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো ওবায়দুর রহমান বলেন, এ বিষয়ে একটা অভিযোগ পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনগতিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: