• ঢাকা

  •  শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ২০:৩৫, ৪ সেপ্টেম্বর ২০২৫

ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবসরপ্রাপ্ত এক শিক্ষকের বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এনিয়ে গত বুধবার রাতে ভুক্তভোগী শিক্ষক সুলতান আহমেদ খান ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। এর আগে গত মঙ্গলবার আনুমানিক ভোর ৩ থেকে ৪ টার ভিতরে বসতঘরের জানালার ফাঁক দিয়ে বিছানায় আগুন ধরিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার সরিষা ইউনিয়নের কাশিপুর গ্রামে।

ভুক্তভোগী শিক্ষক সুলতান আহমেদ খান বলেন, আমার ধারণা মামলা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা আমাদের ঘুমন্ত পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে মারতে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। শেষ রাতে বসতঘরের একটি রুমে আগুন দেয়ায় পুরো ঘর ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এতে আমার শ্বাসরোধ হয়ে আসছিল। তখন আমি ঘুম থেকে জেগে উঠে আগুন আগুন বলে চিৎকার করতে থাকি। চিৎকার শুনে আশেপাশের লোকজন এসে ঘরের আগুন নিভায়। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের ফলে প্রাণহানি ও ব্যাপক ক্ষতির হাত থেকে আমরা রক্ষা পাই। এ ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভোগছি এবং আমাদের পরিবারের লোকজনের জীবন ঝুঁকিতে আছে।

তিনি আরও বলেন,“বছর খানেক ধরে প্রতিবেশী একটি প্রভাবশালী পরিবারের সাথে আমার শত্রুতা চলছে। তারা মিথ্যা মামলায় জড়িয়েছে এবং বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলো। ধারণা করছি এই অগ্নিসংযোগ তাদেরই কাজ।

প্রতিবেশীরা জানান, ঘটনাটি যেই ঘটিয়ে থাকুক না কেন দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা উচিত। কেননা অগ্নিসংযোগের ঘটনায় সুলতান আহমেদ খান ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন।

এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন,' এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরীভুক্ত করা হয়েছে। একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: