• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

বিনোদন

চাটমোহরে রবীন্দ্রনাথ-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

পাবনা প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:৫২, ১০ জুন ২০২৩

চাটমোহরে রবীন্দ্রনাথ-নজরুল স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: সময়বিডি.কম

পাবনা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে শুক্রবার (৯ মে) রাতে পাবনার চাটমোহর পৌর সদরের দোলবেদীতলা এলাকায় চাটমোহর সাংস্কৃতিক অ্যাকাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠান শুরুর আগে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি সহকারী অধ্যাপক ওস্তাদ এস এম আলী আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাসুদ রানা। 

এস এম আলী আহম্মেদ তার বক্তব্যে বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন কাছাকাছি হওয়ায় আমরা একসাথে এ অনুষ্ঠানের আয়োজন করি। 

পঙ্কজ সরকার, লিটন শেখ, এনামুল হক, এজাজুর রহমান, শফিকুল ইসলাম, রথীন্দ্রনাথ কুন্ডু, কাওসার আহম্মেদ, সৈকত ইসলামসহ অন্য শিল্পীবৃন্দ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গানে গানে এ অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

জুন ১০, ২০২৩

ইকবাল কবীর রনজু/এবি/

মন্তব্য করুন: