বলিউডের সিক্যুয়াল থেকে বাদ পাকিস্তানি অভিনেত্রী মাওয়া

মাওয়া হোকেন
সানাম তেরি কাসাম-এর সিক্যুয়াল থেকে বাদ পড়লেন পাকিস্তানি অভিনেত্রী মাওয়া হোকেন। পাকিস্তানের পক্ষে মন্তব্য করায় সিনেমাটি থেকে অভিনেত্রীকে বাদ দেয়া হয়।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা সব জায়গায় উত্তাপ ছড়িয়েছে। শোবিজ অঙ্গনেও সেই উত্তাপ দেখা যাচ্ছে। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলছেন।
পাকিস্তানে হামলা করা অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে ভারতের তারকারা বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। আবার পাকিস্তানের তারকারাও নিজ দেশের পক্ষে সরব রয়েছেন। এই যুদ্ধাবস্থায় পাকিস্তানের তারকাদের ফের ভারতের মাটিতে নিষিদ্ধ করা হয়। সেই তালিকায় মাওয়াও রয়েছেন।
২০১৬ সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল ‘সানাম তেরি কাসাম’। এটি বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি। বরং মুখ থুবড়েই পড়েছিল। কিন্তু যত দিন গেছে, সিনেমাটি ধীরে ধীরে মন জয় করে নিয়েছিল দর্শকদের।
হর্ষবর্ধন রানে এবং মাওয়ার জুটিও দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল। সাম্প্রতিক সময়ে সিনেমাটি মুক্তি দেয়া হলে প্রেক্ষাগৃহে সুপারহিট হয় এটি।
তারই ধারাবাহিকতায় ছবিটির সিক্যুয়াল তৈরির ঘোষণা দিয়েছেন নির্মাতারা।
তবে, পাকিস্তান-ভারত দ্বন্দ্বে হর্ষবর্ধনও সাফ জানান, পাকিস্তানের কোনো তারকা সিনেমায় কাজ করলে তিনি নেই।
এ ছাড়া, পরিচালক নিজেও চান না কোনো পাক অভিনেত্রীকে দিয়ে কাজ করাতে। আর এতেই বিপত্তি। বাদ দেয়া হয় মাওয়াকে।
এসবিডি/এবি
মন্তব্য করুন: