• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

বাংলাদেশ

ট্রলারডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার

সময়বিডি ডেস্ক

 প্রকাশিত: ০৫:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০২০

ট্রলারডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার

টেকনাফ (কক্সবাজার): টেকনাফে রোহিঙ্গাদের নিয়ে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপেরের কাছে দুইজনের ও আগেরদিন রোববার রাতে আরও এক রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের পরিচয় সনাক্ত করা যায়নি।

এর আগে গত শুক্র ও শনিবার আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছিল কোস্টগার্ড।

গত ১১ ফেব্রুয়ারি ভোরে সেন্টমার্টিনে ১৩৮ জন রোহিঙ্গা নিয়ে মালয়েশিয়াগামী একটি ট্রলার ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা ১৫ জনের মরদেহ উদ্ধার করে। এঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৭৩ জনকে। এখনো নিখোঁজ রয়েছে অন্তত ৪৪ জন।

ফেব্রুয়ারি ১৭, ২০২০

মন্তব্য করুন: