• ঢাকা

  •  শনিবার, ডিসেম্বর ৭, ২০২৪

জেলার খবর

উল্লাপাড়ায় গাজা-ফেনসিডিলসহ আটক ১

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ২১:০৬, ৮ নভেম্বর ২০২৩

উল্লাপাড়ায় গাজা-ফেনসিডিলসহ আটক ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে ৩২ কেজি গাজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ রায়হান আলী (২৩) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব। 

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) সকালে উল্লাপাড়া উপজেলার সিরাজগঞ্জ-পাবনা মহাসড়কের উপর এ অভিযান চালানো হয়। আটক আসামি সাভার থানার বালিয়ারপুর এলাকার ইদ্রিস আলীর ছেলে।

বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন র‍্যাব-১২ সদর কোম্পানির স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ৩২ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়েছে।

আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধার হওয়া আলামতসহ তাকে উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

নভেম্বর ৮, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: