• ঢাকা

  •  সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

জেলার খবর

জীবননগরে শিক্ষকদের সঙ্গে এমপি টগরের মতবিনিময়

চুয়াডাঙ্গা প্রতিনিধি

 প্রকাশিত: ০৯:১২, ১৩ নভেম্বর ২০২৩

জীবননগরে শিক্ষকদের সঙ্গে এমপি টগরের মতবিনিময়

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর মতবিনিময় করেছেন। 

শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাজী মো. আলী আজগার টগর।

জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর পৌর মেয়র রফিকুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জীবননগর ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার আমজান হোসেন, উপজেলা প্রাথমিক অফিসার জালাল উদ্দীন প্রমুখ। 

জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার জনপ্রতিনিধি, আওয়ামী লীগের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, উপজেলার সকল শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দীন কাজল/এবি/

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মন্তব্য করুন: