• ঢাকা

  •  শুক্রবার, মে ৯, ২০২৫

বাংলাদেশ

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা!

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ২১:০৪, ১৬ আগস্ট ২০২৩

ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীর আত্মহত্যা!

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পঞ্চম বর্ষের শিক্ষার্থী জয়া কুন্ডুর (২৪) অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ আগস্ট) সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ছাত্রীনিবাসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজের ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৪৫ নম্বর কক্ষে আরও দুই ছাত্রীর সঙ্গে থাকতেন জয়া কুন্ডু। বুধবার সকালে তাঁর দুই রুমমেট ছিলেন না। তখন তিনি গলায় ফাঁস দেন।

মৃতের রুমমেট পৃথুলা রায় হাসপাতালে জানান, পঞ্চম বর্ষের শিক্ষার্থী জয়া অনেকদিন ধরে বিষন্নতায় ভুগছিলেন। এ কারণে তাঁর কাউন্সেলিং করানো হচ্ছিল। মঙ্গলবারও নতুন চিকিৎসক তাঁর কাউন্সেলিং করেন। বুধবার সকালে তাদের রুমমেট লাবনী রায় নিজের কাজে বের হন। এরপর আনুমানিক ১০টার দিকে জয়াকে রুমে রেখে বের হন পৃথুলাও। তিনি সাড়ে ১০টার দিকে জানতে পারেন জয়া গলায় ফাঁস দিয়েছেন। তখনই হোস্টেলে ফিরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে পরীক্ষা–নিরীক্ষার পর সকাল পৌনে ১১টার দিকে চিকিৎসক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃতের ভাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র পার্থ কুন্ডু বোনের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন। তাদের বাড়ি খুলনা সদরের কুয়েট সড়কের ফুলবাড়ি গেট এলাকায়। বাবার নাম গিরিন্দ্রনাথ কুন্ডু।

জয়ার মৃত্যুর খবর পেয়ে সহপাঠী ও শিক্ষকরা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে ছুটে আসেন। তারা এই মেধাবী ছাত্রীর এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন। তাদের অনেককেই নিঃশব্দে চোখ মুছতে দেখা যায়। জরুরি বিভাগে সৃষ্টি হয় স্বজন হারানোর শোকের আবহ।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে শিক্ষার্থীর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা হবে।

আগস্ট ১৬, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: