আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়েছে দূর্বৃত্তরা

ছবি: সময়বিডি.কম
ময়মনসিংহ: ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে ঢিল ছুড়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে তাপানুকুল (এসি) একটি বগির জানালার গ্লাস ভেঙ্গে যায়। তবে কেও আহত হননি।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ স্টেশন থেকে ছেড়ে আসার আনুমানিক ১৫ মিনিট পর রাত সাড়ে আটটা নাগাদ শম্ভুগঞ্জ রেলওয়ে স্টেশন ও রেলক্রসিংয়ের মাঝামাঝি এলাকায় এই ঘটনা হয়। এর ফলে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনার পর কামরায় ছুটে আসেন ট্রেনের গার্ডরা।
এ সময় ট্রেনে থাকা এক যাত্রী সময়বিডি.কম-এর প্রতিবেদককে বিষয়টি অবগত করলে তিনি ঘটনার ছবি ও ভিডিও ধারণ করেন। তবে রাতে জিআরপি বা রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
কামড়ায় থাকা এক যাত্রী জানান, ট্রেনটি শম্ভুগঞ্জ রেল স্টেশন পাড় হয়ে আসার পর পরই কে বা কারা ঢিলটি ছুড়েছে তা আমরা দেখতে পাইনি। বাইরে অন্ধকার ছিল, তাছাড়া চলন্ত ট্রেন তাই দেখা যায়নি। বিষয়টি খুবই উদ্বেগের বলে জানান তিনি।
সেপ্টেম্বর ৯, ২০২২
রায়হান/এবি/
মন্তব্য করুন: