• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

জমি নিয়ে বিরোধ কলাগাছ কেটে প্রতিশোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১০:১১, ৫ অক্টোবর ২০২২

জমি নিয়ে বিরোধ কলাগাছ কেটে প্রতিশোধ

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রকাশ্যে এক কৃষকের বাগানের প্রায় ৫০টি কলা গাছ ও বাঁশ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রামে শহিদুল ইসলামের কলা বাগানে গাছগুলো কর্তনের ঘটনা ঘটে।

এ ঘটনায় তাড়াশ থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন ক্ষতিগ্রস্ত শহিদুল ইসলাম।

সরেজমিনে জানা যায়, ঈশ্বরপুর এলাকার কৃষক শহিদুল ইসলাম বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে বাণিজ্যিকভাবে ৫০টি কলাগাছ রোপণ করেছিলেন। এক মাস পরই কলাবাগান থেকে কলা বাজারজাত করার কথা থাকলেও সবগুলো কলাগাছ কেটে বিনষ্ট করে।

বাগানের মালিক শহিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশীর সঙ্গে আমাদের পারিবারিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকাল ১০টায় শাহজাহান সরদারের নেতৃত্বে কয়েকজন লোক দা দিয়ে কেটে গাছগুলো বিনষ্ট করে দিয়েছে। এতে আমাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। গাছগুলো কাটার সময় আমার পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদের দা দিয়ে ধাওয়া দেয় অস্ত্রধারীরা।
    
এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাগান মালিক  শহিদুল ইসলাম।

এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান সরদার কলাগাছ কাটার কথা স্বীকার করে বলেন, ‘শহিদুলদের  কাছে ওয়ারিশ সূত্রে আমরা জমি পাই। তিনি আমাদেরকে জমি বুঝিয়ে দিচ্ছেন না। সেই ক্ষোভ থেকে গাছ কেটে দিয়েছি।’

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অক্টোবর ৫, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: