• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জেলার খবর

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে রজতজয়ন্তী উদযাপন

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:৪৮, ২৭ অক্টোবর ২০২২

তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে রজতজয়ন্তী উদযাপন

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় পতাকা উত্তোলনের পর শুরু হয় নাম নিবন্ধন। পরে কলেজ চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দুপুরে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ চত্বরে স্থাপিত মঞ্চে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। গভর্ণিং বডির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষনা ইন্সটিটিউটের অধ্যাপক ও পরিচালক ড. মোঃ গোলাম আজম।

আরো বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফীউল্লাহ, তাড়াশ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, অধ্য্যক্ষ আবু সাঈদ প্রমূখ।

অক্টোবর ২৭, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: