শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:০৮, ১৮ মার্চ ২০২৩

ময়মনসিংহ: ময়মনসিংহের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে কলেজের অধ্যক্ষ ড. এ কে এম আবদুর রফিকের নেতৃত্বে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর কলেজ অডিটোরিয়ামে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুর রফিক।
স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এদিন গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
মার্চ ১৭, ২০২৩
এসবিডি/এবি/
মন্তব্য করুন: