• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জেলার খবর

তাড়াশে গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

 প্রকাশিত: ১১:৪০, ৭ জুন ২০২৩

তাড়াশে গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ে অগ্নিকাণ্ড

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার উচ্চ বিদ্যালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে মূল্যবান কাগজপত্রসহ প্রায় ছয় লাখ টাকা মূল্যের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৬ জুন) বিকালে স্কুল ছুটির পর এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আহম্মেদ নিশ্চিত করেছেন।

প্রধান শিক্ষক ও স্থানীয়রা জানান, বিকালে চারটার দিকে গুল্টা বাজার  উচ্চ বিদ্যালয় ছুটি দিয়ে শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারীরা তালা লাগিয়ে বাড়ি চলে যান। পরে বিকাল পাঁচটার দিকে বিদ্যালয়ে নতুন ভবনে অবস্থিত অফিসকক্ষ থেকে ধোয়া ও আগুন দেখতে পেয়ে লোকজন প্রধান শিক্ষককে খবর দেন।

খবর পেয়ে প্রধান শিক্ষক বিদ্যালয়ে ছুটে আসেন ও ভবনের গেটের তালা খুলে দেন। পরে লোকজন অফিসকক্ষে ঢুকে আগুন নেভানোর কাজ শুরু করেন। আর এরইমধ্যে বিদ্যালয়ের অফিসকক্ষে রাখা একটি ফ্রিজ, একটি ফটোকপি মেশিন, দুটি আলমিরাতে রাখা মূল্যবান কাগজপত্র, সোফাসেট, চেয়ার, টেবিলসহ প্রায় ছয় লাখ টাকা মূল্যের জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। 

পরে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন।

প্রধান শিক্ষক মোঃ আলী আহম্মেদ জানান, তাদের ধারণা অফিসকক্ষে রাখা ফ্রিজের বৈদুত্যিক লাইন থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

জুন ৭, ২০২৩

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: