• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

বেশি দামে গ্যাস বেচার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 প্রকাশিত: ২২:৩৭, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বেশি দামে গ্যাস বেচার অপরাধে ৬৫ হাজার টাকা জরিমানা

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বেচার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জীবননগর পৌর এলাকায় ওই অভিযান চালানো হয়।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, দুপুরে জীবননগর পৌর এলাকার মেসার্স জীবননগর গ্যাস হাউজে অভিযান চালানো হয়। এ সময় ১ হাজার ২৪০ টাকায় কেনা ১২ কেজির সিলিন্ডার গ্যাস ১ হাজার ৪৫০ টাকায় পাইকারি বেচার প্রমাণ পাওয়া যায়। যেখানে সরকার নির্ধারিত মূল্য ১ হাজার ২৮৪ টাকা।

এছাড়া প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হয়নি। ওই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক ইকবাল উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়া মেসার্স মিনহাজ গ্যাস ঘর নামে অপর একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে গ্যাসের মুল্যতালিকা প্রদর্শন না করা ও পাইকারি ও খুচরা গ্যাস বেচার ভাউচার না দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মতিয়ার রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জেলা পুলিশের একটি টিম।

সেপ্টেম্বর ১৬, ২০২৩

সালাউদ্দীন কাজল/এবি/

মন্তব্য করুন: