• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 প্রকাশিত: ১০:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

ঠাকুরপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ঠাকুরপুর সীমান্তে মাত্র ১৫ দিনের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম রবিউল ইসলাম। তিনি উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত রহমতুল্লাহর ছেলে।

গত বুধবার (২৭ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশে এই গরুব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। 

এর আগে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় একই জেলার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের নোনাগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবক।
 
ঠাকুরপুর গ্রামবাসী জানায়, রবিউল ইসলামসহ তিন-চারজন গরুব্যবসায়ী বুধবার সন্ধ্যায় অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের রাঙ্গিয়ারপোতা গ্রামে গরু আনতে যায়। তারা রাত ১২টার দিকে গরু নিয়ে ফেরার সময় ঠাকুরপুর সীমান্তের ৯২নং মেইন পিলারের কাছে পৌঁছালে বিএসএফ তাদেরকে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিউল। এ সময় রবিউলের সহযোগীরা পালিয়ে রক্ষা পান।

কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল করিম জানান, নিহত রবিউল ইসলামের মরদেহ ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর জেলা হাসপাতালে রাখা আছে। বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বলেন, রবিউল ইসলাম নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছে। বিজিবি নিখোঁজ রবিউলের তথ্য চেয়ে পতাকা বৈঠকের আমন্ত্রন জানিয়েছে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, ঠাকুরপুর সীমান্তে বাংলাদেশিকে গুলি করা হয়েছে বলে জানতে পেরেছি। বিষয়টি নিশ্চিত হতে আমরা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সাথে পতাকা বৈঠকের আয়োজন করেছি। বিএসএফর কাছ থেকে জানার পর আমরা নিশ্চিত হতে পারবো।

সেপ্টেম্বর ৩০, ২০২৩

সালাউদ্দীন কাজল/এবি/

মন্তব্য করুন: