• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

গৌরীপুরে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রংতুলির কাজ

সুপক রঞ্জন উকিল

 প্রকাশিত: ২০:৫৩, ১৫ অক্টোবর ২০২৩

গৌরীপুরে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রংতুলির কাজ

ছবি: সময়বিডি.কম

গৌরীপুর (ময়মনসিংহ): ময়মনসিংহ জেলার গৌরীপুরে পূজা মণ্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে রংয়ের কাজ।

গৌরীপুর পূজা উদযাপন পরিষদ এবং উপজেলা প্রশাসনের তথ্য মতে, গৌরীপুর উপজেলায় মোট ৬৩টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গৌরীপুর পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজা মন্দিরে গেলে দেখা যায়, প্রতিমার রঙের কাজ চলছে। এ সময় মৃৎশিল্পী  সুখেশ পালের সাথে কথা হয়। তিনি বলেন, এ বছর তিনি ১০-১২টি প্রতিমা তৈরি করছেন। সবগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। তুলনামূলক ভাবে এবার কাজের চাপ একটু বেশি।

দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি পলাশ কান্তি বিশ্বাস জানান, এ বছর আড়ম্বরভাবে আমরা মায়ের পূজা করার চেষ্টা করছি। আমাদের মন্দিরের বিশাল জায়গা থাকায় আলোকসজ্জার মাধ্যমে আমরা এই বছর শারদীয় দুর্গোৎসব উদযাপন করছি। 

এ ছাড়াও তিনি গৌরিপুরবাসীসহ সকলকে দুর্গাবাড়ির পূজা দেখার আহ্বান জানান এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

গতকাল ১৫ অক্টোবর শুক্রবার মহালয়ার মাধ্যমে দেবীপক্ষের শুরু আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠী থেকে ২৪ অক্টোবর বিজয়া দশমী ও দর্পণ বিসর্জনের মাধ্যমে শেষ হবে শারদীয় দুর্গাপূজা।

অক্টোবর ১৫, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: