গৌরীপুরে সহস্রাধিক রোগীকে বিনামূল্যের চিকিৎসা প্রদান

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, রক্তের গ্রুপ নির্ণয় ও ওষুধ উপহার দেয়া হয়েছে।
শুক্রবার গৌরীপুর পৌর শহরের ইসলামাবাদ ফাজিল মাদরাসায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে মানবিক সংগঠন আদর্শ রাজ -গৌরীপুর সোসাইটি।
সকাল ৯টায় ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে ইসলামাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মো. রুকন উদ্দিন।
জানা গেছে, ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, ডেন্টাল ও হৃদ রোগ এর চিকিৎসা দেয়ার জন্য চারটি বুথ করা হয়। এছাড়াও পৃথক বুথ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের ব্যবস্থা করা হয়।
উদ্বোধনের পরপরই দরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে এখানে ভিড় করে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ উপহার পেয়ে খুশি হন দরিদ্র রোগীরা।
চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা পীযুশ রায় গণেশ বলেন, বাইরে প্রাইভেট ডাক্তার দেখালে ৫শ থেকে ১ হাজার খরচ হয়। এখানে বিনামূল্যে ডাক্তার দেখালাম। সেই সাথে ওষুধ ফ্রি দেয়া হয়েছে।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থী রাজিয়া ইসলাম তাসনিম বলেন, আমার রক্তের গ্রুপ জানা ছিলো না। আমি এখানে এসেছি গ্রুপ নির্ণয় করার জন্য। রক্ত পরীক্ষা করে স্বল্প সময়ের মধ্যেই আমার গ্রুপ জানতে পেরেছি। আমার অনেকেই এখানে এসেছে রক্তের গ্রুপ জানতে ব্যতিক্রম এই উদ্যোগ টি সত্যিই প্রশসংনীয়।
চিকিৎসা নিতে আসা সাদিয়া ইসরাত বলেন, গাইনি সমস্যায় ভুগছিলাম। এখানে এসে গাইনি চিকিৎসকের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসা নিয়েছি। সাথে ওষুধও উপহার দেয়া হয়েছে। আমরা এতে অত্যন্ত খুশি।
আদর্শ রাজ-গৌরীপুর সোসাইটির প্রধান উপদেষ্টা মো. আব্দুল মোত্তালিব বলেন, আমার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে ১২ পর্যন্ত সহস্রাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও রক্তের গ্রুপ নির্ণয় করে দিয়েছে। এখান থেকে চিকিৎসা সেবা পেয়ে অসহায় ও দরিদ্র রোগীর মুখে যে হাসি ফুটে উঠেছে সেটাই আমাদের পরম পাওয়া।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: