• ঢাকা

  •  শনিবার, আগস্ট ৩০, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

 প্রকাশিত: ১৯:৫৪, ২৬ আগস্ট ২০২৫

ঈশ্বরগঞ্জে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩ লাখ টাকার ক্ষতি

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মোঃ রুহুল আমিন (৫০) নামে এক মাছচাষীর পুকুরে বিষ প্রয়োগে ৩ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে ঘটনাটি ঘটেছে উপজেলার মাইজবাগ ইউনিয়নের তারাটি গ্রামে। 
স্থানীয়সূত্রে জানা গেছে, তারাটি গ্রামের মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে মোঃ রুহুল আমিন ২৫ বছর যাবত মাছ চাষ করে আসছেন। এলাকাবাসী ধারণা করছেন ঘটনার দিন রাতে কেউ হয়তো পুকুরে বিষ প্রয়োগ করায় এই ক্ষতি হয়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। 
এ ঘটনায় পুকুরের মালিক মোঃ রুহুল আমিন জানান, সোমবার ফজরের নামাজ শেষে পুকুর পাড়ে গিয়ে প্রথমে কিছু মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখেন। পরে মোটর চালিয়ে পানি নামালে অল্প সময়ের মধ্যে চোখের সামনে প্রায় সব মাছ ভেসে ওঠে। এতে তার কার্প, শরপুটি, মৃগেল ও কাতলাসহ দেশীয় মাছ মারা যায়। তিনি আরও বলেন, “আমার কারও সঙ্গে কোনো পূর্ব শত্রুতা নেই। জীবনে কখনও এমন ঘটনার শিকার হইনি। আমি এর সঠিক বিচার চাই।”
স্থানীয় বাসিন্দা মো. শামীম (৪০) বলেন, “আমরা এর আগে কখনও এমন ঘটনা দেখিনি। এখন সব চাষির মনে ভয় কাজ করছে— কখন কার পুকুরে এভাবে বিষ প্রয়োগ হয়।
মো. ইব্রাহীম (৫৫) বলেন, “এটা বিষ প্রয়োগের কারণেই হয়েছে। কারণ, যদি প্রাকৃতিক কোনো কারণে মাছ মারা যেত তবে পুকুরে থাকা ব্যাঙ, সাপ, পোকামাকড়ও মারা গেছে। মৃত মাছ তোলার সময়ও পানিতে বিষের উপস্থিতি আমরা অনুভব করেছি।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. ওবাইদুর রহমান বলেন, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ পেয়েছি, ঘটনা তদন্তের জন্য অফিসার পাঠায়েছি, সঠিক তদন্ত করা হবে।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: