গৌরীপুরে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরে অভিযান চালিয়ে শতাধিক অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সোমবার দুপুর থেকে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গৌরীপুর সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সুনন্দা সরকার প্রমা। এর আগে পৌর শহরে গড়ে তোলা অবৈধ দোকান মালিকদের একাধিকবার নোটিশ করা হয়েছে ও স্থাপনা সরাতে মাইকিং করে নির্দেশ দেয়া হয়েছে।
অভিযানে হারুন পার্ক এলাকা থেকে উত্তর বাজার মোড় পর্যন্ত সড়কের দুইপাশে থাকা সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু হয়। বাজারের পূর্ব ও পশ্চিম লাইনে থাকা ছাউনি, অস্থায়ী দোকান, চা-স্টল, সবজি, কাপড়, স্টেশনারিসহ সকল ধরনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে পৌর প্রশাসন। এছাড়াও পৌরসভার জায়গায় ভূমি মালিক দোকান ও বাসাবাড়ির চান্দিনা ভিটার সামনের অংশে স্থাপনা নির্মাণ করেছেন, সেসব স্থাপনাও ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদ অভিযানে অংশ উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হাসান জাকির, পৌরসভার সহকারী প্রকৌশলী মদন মোহন দাস, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, পৌর কর্মকর্তা-কর্মচারী সংসদের সভাপতি মোঃ কামরুজ্জামান, লাইসেন্স পরিদর্শক আতাউর রহমান আতা, পৌর খাদ্য পরিদর্শক শফিকুল ইসলাম প্রমুখ।
পান ব্যবসায়ী তমিজ উদ্দিন (৭৬) বলেন আমার আশংকা কয়েকমাস পর আবার সব দখল হয়ে যাবে, তখন এই ৭৬ বছর বয়সে আমি ২২ বছরের পুলাপাইনের সাথে ধাক্কা ধাক্কি করতে পারব না, হার্ট অ্যাটাক করে এমনিতেই মরে যাব।
এ বিষয়ে গৌরীপুর পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সুনন্দা সরকার প্রমা বলেন, নোটিশ ও মাইকিং করার পর অনেকেই তাদের স্থাপনা সরিয়ে নিয়েছিলেন। যারা নেয়নি অভিযানে তাদের উচ্ছেদ করা হয়েছে। অবৈধ স্থাপনার উচ্ছেদকৃত ব্যবসায়ীদের পৌরসভার নিজস্ব মার্কেট নতুন কাঁচা বাজার ও কালিপুর দৈনিক বাজারে দোকান ও পজিশন বরাদ্দ দেয়া হচ্ছে।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: