কাহারোলে বোরো ধানের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় কৃষক

ছবি: সময়বিডি.কম
দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে বোরো ধান কাটা ও মাড়াই শুরু হলেও ভালো দাম নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। এ ছাড়াও বৈরী আবহাওয়া, শ্রমিক সংকট, অতিরিক্ত দামে শ্রমিক দিয়ে ধান কাটা নিয়ে চাষীর কপালে চিন্তার ভাজ পড়েছে।
চাষীরা জানান, চলতি বোরো মৌসুমে বোরো জমিতে পোকার আক্রমণ কম হলেও ধানের আশানুরূপ ফলন হয়নি। অসময়ে বৃষ্টি ও বাতাসের কারণে ধানগাছ হেলে পড়ে যাওয়ায় ধানের ফলন কম হয়েছে।
অন্যদিকে, শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না কৃষকরা। অনেকের জমিতে ধান বৃষ্টি ও বাতাসে মাটির সঙ্গে মিশে গেছে। সময়মতো ধান কাটতে না পারলে তা জমিতেই নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।
শনিবার (১৪ মে) কাহারোল হাটে কৃষক আব্দুল আজিজ ব্রি-২৮ ধান প্রতিমণ ৮৫০ টাকা দরে বিক্রি করেছেন। তিনি জানান, এবার পাঁচ একর জমিতে ব্রি-২৮ আবাদ করেছেন। গতবারের তুলনায় এবার ধানের ফলন কম এবং উৎপাদন খরচ বেশি।
কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে পাঁচ হাজার ২৫২ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যেমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা বেড়ে হয়েছে পাঁচ হাজার ৫৫০ হেক্টর।
কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা জানান, গতকাল শনিবার পর্যন্ত ৩০ শতাংশ জমির বোরো ধান কাটা সম্পন্ন হয়েছে, তাতে হেক্টর প্রতি ৬ মেট্রিকটন ধানের ফলন পাওয়া গেছে। এখন ব্রি-২৮ ও সামান্য মিনিকেট জাতের ধান কাটা হয়েছে। কিছুদিন পর ব্রি-৫৮, ব্রি-২৯, হাইব্রিড-সহ বিভিন্ন জাতের ধান কাটা হবে।
কাহারোল উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এবার কৃষকদের নিকট থেকে সরাসরি লটারির মাধ্যমে ধান কেনা হবে। আগামী ১৭ তারিখে লটারি অনুষ্ঠিত হবে।
মে ১৫, ২০২২
আব্দুস সালাম/এবি/
মন্তব্য করুন: