• ঢাকা

  •  রোববার, মে ৫, ২০২৪

ভিনদেশ

নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানের খোঁজ, উদ্ধারকাজে সেনা

নিউজ ডেস্ক:

 আপডেট: ১৪:২০, ৩০ মে ২০২২

নেপালে দুর্ঘটনাগ্রস্ত বিমানের খোঁজ, উদ্ধারকাজে সেনা

নেপালের তারা এয়ারের নিখোঁজ বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। সংবাদ সংস্থা এএনআই জানায়, মুস্তাঙ্গের (Mustang) থাসাং টু-এর সানসোয়ারে মিলেছে বিমানের ধ্বংসাবশেষ। দেশটির সেনাবাহিনী উদ্ধারকাজ শুরু করেছে।

গতকাল রবিবার তুষারপাতের জন্য নেপালে ভেঙেপড়া বিমানের খোঁজ মাঝপথেই বন্ধ করতে হয়েছিল। সোমবার (৩০ মে) সকালে তল্লাশি অভিযান শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই খোঁজ পাওয়া গেল দুর্ঘটনাগ্রস্ত দুই ইঞ্জিনের বিমানটির।

এএনআই নেপাল সেনাসূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বিমানটির খোঁজ পাওয়া গেছে নেপালের মুস্তাঙ্গ এলাকাতেই। গতকাল মুস্তাঙ্গে উদ্ধারকাজ শুরু হওয়ার কিছু পরেই তুষারপাতের জন্য বন্ধ করে দিতে হয়। আচমকা আবহাওয়ার অবনতি হওয়ায় এবং তুষারপাত শুরু হওয়ায় তল্লাশির জন্য পাঠানো হেলিকপ্টার ফিরিয়ে নিয়ে বাধ্য হয় নেপাল প্রশাসন। 

সোমবার সকাল হতেই আবার উদ্ধার কাজে নামে নেপাল সেনা। তারা জানিয়েছে, বিমানের ধ্বংসাবশেষটি মুস্তাঙ্গের থাসাং টু-এর সানসোয়ারে দেখা গেছে। ইতোমধ্যে উদ্ধার কাজ শুরুও হয়েছে।

মে ৩০, ২০২২

এসবিডি/এবি/

মন্তব্য করুন: