গৌরীপুর কার মাইক্রোবাস চালক সমিতির কার্যালয় উদ্বোধন

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর কার মাইক্রোবাস চালক শ্রমিক সমিতির কার্যালয় উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাতে পৌর শহরের ঝলমল সিনেমা হল মোড় এলাকায় প্রধান অতিথি থেকে রঙ্গিন ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সভাপতি মো. নজরুল ইসলাম।
প্রধান অতিথি বলেন ‘গাড়ি চালানো একটি চ্যালেঞ্জিং ও সেবামূলক পেশা। এই পেশায় নিয়োজিত শ্রমিকরা নির্দিষ্ট আইন ও নিয়ম মেনে গাড়ি চালাবেন। কারণ যানবাহনে যেসব যাত্রী আরোহণ করেন তাদের নির্বিঘ্নে নিরাপদ গন্তব্যে পৌঁছে দেয়া একজন আদর্শ চালকের দায়িত্ব ও কর্তব্য। এসময় তিনি যে সকল গাড়ি চালকদের শ্রমিক কার্ড নেই, তাদের কার্র্ড দ্রুত করার জন্য তাগিদ দেন। এবং শ্রমিকদের যেকোন ন্যায্য দাবি পূরণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর কার মাইক্রোবাস চালক শ্রমিক সমিতির সভাপতি মো. মজনু মিয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হৃদয় হাসান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন ময়মনসিংহ জেলা মটরযান কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক, পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরীপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রমজান হোসেন খান জুয়েল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মো. বিপ্লব, গৌরীপুর কার মাইক্রোবাস চালক শ্রমিক সমিতির উপদেষ্টা শামীম খান, আলী আজগর বাবু, রিপন মিয়া, ইন্দ্রজিৎ দে পাপ্পু, গৌরীপুর কার মাইক্রোবাস চালক শ্রমিক সমিতির কার্যকরী কমিটির সহসভাপতি খালেদুজ্জামান জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক বাপন সরকার, সহ সম্পাদক মো. শাহীন মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মো. শাহীন তালুকদার, প্রচার সম্পাদক মো. রফিকুল ইসলাম সুমন, দপ্তর সম্পাদক রাজন ঘোষ, সদস্য মো. ফারুক মিয়া, মো. শফিউর রহমান রিফাত, রতন চৌহান প্রমুখ।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: