• ঢাকা

  •  শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ভিনদেশ

নেপালে বিমান বিধ্বস্ত: ৭২ আরোহীই নিহত

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১১:২১, ১৬ জানুয়ারি ২০২৩

নেপালে বিমান বিধ্বস্ত: ৭২ আরোহীই নিহত

ছবি: সংগৃহীত

নেপালের পোখরায় ইয়েতি এয়ারলাইন্সের ধ্বংসাবশেষ থেকে দ্বিতীয় দিনে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ফলে দুর্ঘটনায় ৭২ আরোহীর সবাই নিহত হয়েছে।

সেনাবাহিনী জানায়, পোখরার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। এখন পর্যন্ত যে ক’জনকে উদ্ধার করা হয়েছে, তারা সকলেই মৃত।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ৭২ জনকে নিয়ে পোখরা বিমানবন্দরে ভেঙে পড়ে বিমানটি। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬৮টি মৃতদেহ উদ্ধার করা গেছে।

ইয়েতি এয়ারলাইন্সের যাত্রিবাহী বিমান এটিআর-৭২ পোখরা বিমানবন্দরে নামার আগে সেতি গন্ডকি নদীর ধারের জঙ্গলে ভেঙে পড়ে। মূলত যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। যাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়।

বিমানের যাত্রীদের মধ্যে ৫৩ জন নেপালি, পাঁচ জন ভারতীয়, চার জন রাশিয়ান এবং দুই জন কোরিয়ার নাগরিক ছিলেন। এছাড়া আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা এবং ফ্রান্সের এক জন করে নাগরিক ছিলেন।

জানুয়ারি ১৬, ২০২৩

মন্তব্য করুন: