• ঢাকা

  •  সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

চাকরি

রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:২০, ১১ ফেব্রুয়ারি ২০২৩

রোমানিয়া ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে

সেহেলী সাবরীন

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের নবম বৃহত্তম আয়াতনের দেশ রোমানিয়া (Romania) চলতি বছরের মার্চ থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৫ হাজারের বেশি বাংলাদেশিকে ভিসা দেবে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন ব্রিফিংয়ে এ তথ্য জানান।

সেহেলী সাবরীন বলেন, গত বছর রোমানিয়া হতে একটি কনস্যূলার টিম ঢাকায় ৩ মাস অবস্থান করে প্রায় ৫ হাজার ৪০০ ভিসা দিয়েছিল। ওই মিশন সফলভাবে পরিচালিত হওয়ায় আমাদের পররাষ্ট্রমন্ত্রী রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে আবারো একটি কনস্যুলার মিশন পরিচালনার জন্যে অনুরোধ করে একটি চিঠি পাঠান। এরপর রোমানিয়া বাংলাদেশিদের নাগরিকদের ভিসা প্রদান কার্যক্রম পরিচালনার জন্য আগামী মাস (মার্চ) থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৬ মাস ঢাকায় একটি সাময়িক কনস্যূলার মিশন পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের (এমওএফএ) মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, ঢাকায় রোমানিয়ার কনস্যুলার মিশন পরিচালনার সব ব্যবস্থা পররাষ্ট্র মন্ত্রণালয় করছে।

ফেব্রুয়ারি ১১, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: