• ঢাকা

  •  রোববার, মে ১৯, ২০২৪

জেলার খবর

মরদেহের কোমরে মিললো সাড়ে ১০ কেজি সোনা

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

 প্রকাশিত: ১৯:৫৭, ৯ অক্টোবর ২০২৩

মরদেহের কোমরে মিললো সাড়ে ১০ কেজি সোনা

ছবি: সময়বিডি.কম

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী মাথাভাঙ্গা নদী থেকে মিরাজুল ইসলাম (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কোমর থেকে ৬৮ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত সোনার বারের ওজন ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯.৮৮ ভরি)। দাম প্রায় সাড়ে ৯ কোটি টাকা। 

রবিবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার সীমান্তবর্তী নাস্তিপুর ঘাট এলাকা থেকে বারসহ তার দেহ উদ্ধার করা হয়। মিরাজুল ইসলাম নাস্তিপুর গ্রামের ইয়াছিন আলির ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, দামুড়হুদা উপজেলার বারাদী সীমান্ত দিয়ে ভারতে সোনার একটি চালান পাচার করা হবে। এমন তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির টহলদল সীমান্ত এলাকায় টহল তৎপরতা জোরদার করাসহ কড়া নজরদারি বৃদ্ধি করে। বিকেল সাড়ে ৬টার দিকে টহলদল জানতে পারে দুইজন সোনা চোরাকারবারি সোনাসহ সীমান্ত পিলার ৮০/১-আর পাশ দিয়ে মাথাভাঙ্গা নদী পার হয়ে ভারতে যাওয়ার সময় আনুমানিক ২৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিরাজুল ইসলাম নদীর পানিতে ডুবে যায়। অপর চোরাকারবারি নদী থেকে উঠে বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরে বারাদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার জাকির হোসেন টহল দল নিয়ে স্থানীয়দের সহযোগিতায় ডুবে যাওয়া মিরাজকে মৃত অবস্থায় উদ্ধার করে।

পরে বিজিবি মৃত চোরাকারবারির শরীরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১০ কেজি ২৬৩ গ্রাম (৮৭৯.৮৮ ভরি) ওজনের ছোট বড় ৬৮টি সোনার বার উদ্ধার করে।

এ ব্যাপারে নায়েব সুবেদার জাকির হোসেন বাদী হয়ে উদ্ধারকৃত সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করেছে এবং মৃত ব্যক্তির পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করছে। 

অক্টোবর ৯, ২০২৩

সালাউদ্দীন কাজল/এবি/

মন্তব্য করুন: