• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

খেলার মাঠে

বল করার সময় মাঠেই মৃত্যু ক্রিকেটারের

অনলাইন ডেস্ক:

 প্রকাশিত: ১৪:০৬, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বল করার সময় মাঠেই মৃত্যু ক্রিকেটারের

ভারতের আহমেদাবাদে ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো বসন্ত রাঠোড় নামের এক ক্রিকেটারের। ৩৪ বছর বয়সী বসন্ত রাঠোড় বল করার সময় হৃদরোগে আক্রান্ত হন। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

গুজরাটের পণ্য পরিষেবা কর (জিএসটি) দপ্তরের কর্মী বসন্তের ক্রিকেটই ছিল প্রাণ। সেই ক্রিকেট খেলতে খেলতেই ঢলে পড়লেন মৃত্যুর কোলে। 

আহমেদাবাদের একটি ডেন্টাল কলেজের মাঠে স্থানীয় ক্রিকেট প্রতিযোগিতার ম্যাচ খেলছিলেন বসন্ত। বল করার সময় প্রথমে অস্বস্তি অনুভব করেন বসন্ত। বুকে ব্যথা শুরু হয়। সতীর্থ এবং আয়োজকরা প্রথমে তাকে ডেন্টাল কলেজে নিয়ে যান। বসন্তের শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমতে থাকায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় সোলা সিভিল হাসপাতালে। চিকিৎসা শুরু হলেও বাঁচানো যায়নি বসন্তকে। হাসপাতালেই মৃত্যু হয় বসন্তের। 

চিকিৎসকরা জানিয়েছেন, তীব্র হৃদরোগে আক্রান্ত হওয়ায় মৃত্যু হয়েছে তার। বস্ত্রপুরের বাসিন্দা বসন্তের স্ত্রী রয়েছেন।

বসন্তের সতীর্থরা জানান, আগে থেকে অসুস্থ ছিলেন না তিনি। গুজরাটের পণ্য পরিষেবা কর দপ্তরের এক কর্মকর্তা বলেন, 'আমাদের দল ফিল্ডিং করছিল। বসন্ত বেশ চনমনে ছিল প্রথম থেকেই। হঠাৎই বুকে ব্যথা অনুভব করে এবং মৃত্যু হয়। ওর সতীর্থরা চেষ্টা করেও কিছু করতে পারেননি।'

ফেব্রুয়ারি ২৬, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: