• ঢাকা

  •  বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

জেলার খবর

তাড়াশে ৪০০ বছরের প্রাচীন কপিলেশ্বর শিব ম‌ন্দিরে দুগ্ধ জল স্নান উৎসব

সিরাজগঞ্জ প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:৪১, ১৫ আগস্ট ২০২২

তাড়াশে ৪০০ বছরের প্রাচীন কপিলেশ্বর শিব ম‌ন্দিরে দুগ্ধ জল স্নান উৎসব

ছবি: সময়বিডি.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে প্রায় ৪০০ বছরের প্রাচীন শ্রী শ্রী কপিলেশ্বর শিব মন্দিরে প্রতি বছরের মতো এবারও শ্রাবণ মাসের শেষ সোমবার দুগ্ধ জল স্নান উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে তাড়াশ শ্রী শ্রী রাধা গোবিন্দ কেন্দ্রীয় মন্দির চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর সদরের জনগুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সদরস্থ শ্রী শ্রী কপিলেশ্বর শিব মন্দিরে পৌঁছায়। তারপর ভক্তরা মন্দিরে পূজা, হোমযজ্ঞ, ধর্মীয় কীর্তনসহ দুগ্ধ জল স্নান উৎসব নানা আয়োজনে অংশ নেয়।

তাড়াশ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রজত ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়।

এতে অন্যানের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন- তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি আশুতোষ সান্ন্যাল, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আনন্দ ঘোষ, বাবু প্রশান্ত ঘোষ, গোপাল চন্দ্র সাহা, কার্তিক চন্দ্র দেব, রঞ্জিত পোদ্দার, তুষার কান্তি, সুমন সাহা, শুভমহোন্ত, মিঠুন সাহা, দীপ্ত সরকার, পার্থ ঘোষ, শোভন সাহা, সুস্মিতা দাস প্রমুখ।

জানা যায়, সাধারণত মাসভর চলে নানা ধর্মীয় রীতি পালন। মন্দিরে তো বটেই, বাড়িতেও পূজো হয় মহাদেবের। 'হড় হড় মহাদেব' (Har Har Mahadev) উচ্চারণ করে তাড়াশে ভোলে বাবার মাথায় জল ঢালতে ভক্তদের সমাগম হয়।

স্থানীয় ভক্তদের সাথে কথা বলে জানা গেছে, তারা মনে করেন শ্রাবণ মাস শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই তাঁকে সন্তুষ্ট করতে ভক্তরা কোনো ত্রুটিও রাখেন না। উপবাস করে শিবের মাথায় গঙ্গার জল বা দুগ্ধ জল ঢালেন ভক্তরা। এই মাসে ভক্তি মনে মহাদেবকে ডাকলে তিনি তুষ্ট হন ও মনোবাঞ্ছা পূরণ করেন।

আগস্ট ১৫, ২০২২

মৃণাল সরকার মিলু/এবি/

মন্তব্য করুন: