মহেশপুরে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের পক্ষ থেকে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৩ জানুয়ারি) কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ফতেপুর গাজীরণনেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে দেড় শতাধিক দুঃস্থ শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন - মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা বলেন, এ আয়োজনের মূখ্য উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনসাধারণের মধ্যে যারা গরীব দুঃস্থ্য মানুষ রয়েছে তাদের কল্যানে কিছুটা হলেও বিজিবিকে অংশীদার করা। চোরাচালান রোধ ও মাদকমুক্ত সমাজ গঠনে সকলের সচেতনতা বৃদ্ধি করা। নিরাপদ সীমান্ত, মাদক ও সন্ত্রাসমুক্ত সুস্থ্য সমাজ গড়ার লক্ষে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ সময় সমাজের সকল স্তরের মানুষকে সুস্থ্য, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে অংশীদার হওয়ার আহ্বান জানান তিনি।
জানুয়ারি ২৪, ২০২৩
সালাউদ্দীন কাজল/এডিবি/
মন্তব্য করুন: