গৌরীপুরে নবাগত ইউএনও’র সাথে মত বিনিময় করছেন হাফেজ আজিজুল হক

ছবি- সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ আফিয়া আমীন পাপ্পা’র সাথে মত বিনিময় করেছেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক। বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় করেন।
মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক।
মতবিনিময় সভায় তিনি বলেন,ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগ যা করছে আমাদের তা করা যাবে না। আমরা কোন চাঁদাবাজি করব না। আমরা আপনার যে কোন প্রয়োজনে আছি, আমরা আপনার পাশে আছি। আমরা আপনার কাছে কোন ধরনের জুলুম করবো না। সবাই মিলে দৃশ্যমান কিছু উন্নয়ন করতে চাই। আমরা আপনাকে সর্বাত্মক সহযোগিতা করবো।
মত বিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক এসএম দুলাল, আরিফুল হক আহাদ, শাহ ওবায়দুল্লাহ সুমন, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান কবির হীরা, যুবদল নেতা উসমান গণি তানহা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিশু প্রমুখ।
এ সময় নবাগত ইউএনও উপজেলা বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকান্ডে সকলের সহযোগীতা কামনা করেন।
এ সময় গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: