• ঢাকা

  •  মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

জেলার খবর

সুপেয় পানির ব্যবস্থা করে দিল `জনতার ঈশ্বরগঞ্জ`,

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ১৮:১৬, ১৪ জুলাই ২০২৫

সুপেয় পানির ব্যবস্থা করে দিল `জনতার ঈশ্বরগঞ্জ`,

ছবি- সংগৃহীত

বসতঘরের সামনেই দীর্ঘদিন ধরে মরিচা ধরা ও প্রায় অকেজো অবস্থায় ছিল একটি টিউবওয়েল। ভাঙা টিউবওয়েলে পলিথিন মুড়িয়ে কোনমতে টেনেটুনে চলতো একটি পরিবারের গৃহস্থালির নানা কাজ। তবে ছিল সুপেয় পানির সংকট। বিষয়টি জানতে পেরে পরিবারটিকে সুপেয় পানির ব্যবস্থা করে দেয় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন 'জনতার ঈশ্বরগঞ্জ'। সোমবার উপজেলার সরিষা ইউনিয়নের চাপিলাকান্দা গ্রামের ফারুক মিয়ার বসতঘরের সামনে একটি নতুন টিউবওয়েল স্থাপন করে দেয় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

এসময় উপস্থিত ছিলেন, জনতার ঈশ্বরগঞ্জ প্রতিষ্ঠাতা ও এডমিন মো. এহছানুল হক,এডমিন মিজানুর রহমান,মডারেটর রুহুল আমীন,আরিফুল ইসলাম মুবিন,স্বেচ্ছাসেবক ইউসুফ, শাকিল ও রাহুল। জানা গেছে, ফারুক মিয়া দীর্ঘদিন যাবৎ অসুস্থ। অসচ্ছল পরিবারকে নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। এমতাবস্থায় সুপেয় পানির জন্য নতুন টিউবওয়েল ক্রয় করে বসানো পরিবারটির পক্ষে অনেক কঠিন ছিল। ফলে সুপেয় পানির অভাবে দূর থেকে পানি সংগ্রহ করতে হতো পরিবারটিকে। সংগঠনের মডারেটর রুহুল আমীন বলেন, সুপেয় পানি পান করার জন্য ফারুক মিয়া আমাদের সংগঠনের কাছে একটি টিউবওয়েল চায়। পরে আমরা সংগঠনের সদস্যদের সাথে কথা বলে ফারুক মিয়ার বাড়িতে একটি টিউবওয়েল স্থাপনের সিদ্ধান্ত নিই। নতুন টিউবওয়েলের পানি পান করে অসহায় ফারুক মিয়া বলেন,'দীর্ঘদিন ধরে ভাঙা টিউবওয়েল নিয়ে অনেক কষ্ট করেছি। যারা আমাদের পানির তৃষ্ণা মেটানোর জন্য নতুন টিউবওয়েল দিয়েছে আল্লাহ তাদের মঙ্গল করুন। 'জনতার ঈশ্বরগঞ্জ' স্বেচ্ছাসেবী সংগঠনের এডমিন আরিফুল হক বলেন,পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। অন্যের কাছে পানি সরবরাহ করা ও সুপেয় পানির ব্যবস্থা করে দেওয়া অন্যতম একটি ইবাদত। ফারুক মিয়ার পরিবারের কথা বিবেচনা করে আমরা তার বাড়ির উঠানে নতুন একটি টিউবওয়েল বসিয়ে দিয়েছি। এতে পরিবারটির সুপেয় পানির সংকট দূর হয়েছে। এভাবেই সবসময়ই 'জনতার ঈশ্বরগঞ্জ' স্বেচ্ছাসেবী সংগঠন অসহায় মানুষের পাশে ছিল,ভবিষ্যতেও থাকবে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: