তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

ছবি- সংগৃহীত
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
কর্মসূচীর বিক্ষোভ মিছিল শেষে গৌরীপুর উপজেলা পরিষদ আমতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি।
সমাবেশে সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহফুজুর রহমান।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এফএম শহীদুল্লাহর সঞ্চালনায় বক্তব্য রাখেন গৌরীপুর উপজেলা বিএনপি’র সদস্য সচিব হাফেজ মোঃ আজিজুল হক, গৌরীপুর পৌর বিএনপি’র আহবায়ক আলী আকবর আনিছ, যুগ্ম আহবায়ক মো: শাহজাহান কবীর হীরা, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শোয়েব মুন্সি, সহ-সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙ্গা, সদস্য বিশ্বজিৎ ঘোষ ও পৌর যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূট্টো, যুবদল নেতা ইমরান রানা প্রমুখ।
সমাবেশে বক্তারা তারেক রহমানের বিরুদ্ধে অকথ্য ভাষায় অশ্লীল স্লোগান ও বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন এবং সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দ্রুত নির্বাচন দেয়ার দাবি জানিয়েছেন তারা।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: