• ঢাকা

  •  বুধবার, সেপ্টেম্বর ১৭, ২০২৫

জেলার খবর

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মোঃ আরিফুল হক

 প্রকাশিত: ২১:৩৯, ১৭ সেপ্টেম্বর ২০২৫

ঈশ্বরগঞ্জে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

ছবি- সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজিবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শাহ্ নুরুল কবির শাহিন। তিনি রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাজিবপুর দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে প্রায় ৯ শতাধিক ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহ্ নুরুল কবির শাহিন বলেন, “শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করাই আমাদের উদ্দেশ্য। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীরা সচেতন ভূমিকা রাখবে।”

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম চকদার ঝুলন, শাহ্ মোফাজ্জল হোসেন টিপু, পৌর বিএনপির সভাপতি সাইদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান জুয়েল, যুবদল নেতা সাইফুল, শফিক, সোহেল, আশিক, বাদশা, পৌর মৎস্য দলের সাবেক সাধারণ সম্পাদক লুৎফুল কবির লিন্টু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিকরুল হাসান জিকু, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল আলম সোহাগ, শ্রমিক দলের সাবেক সভাপতি গোলাম মোস্তফা প্রমুখ। স্থানীয় নেতৃবৃন্দ জানান, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শহীদদের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সহায়ক হবে।

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: