• ঢাকা

  •  সোমবার, মে ৬, ২০২৪

ভিনদেশ

লিবিয়ায় ঝড় ড্যানিয়েলের আঘাতে ১৫০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৩৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

লিবিয়ায় ঝড় ড্যানিয়েলের আঘাতে ১৫০ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

লিবিয়ার পূর্বাঞ্চলে ঝড় ড্যানিয়েলের আঘাতে সৃষ্ট বন্যায় দেড় শতাধিক লোকের মৃত্যু হয়েছে। এতে আরো শতাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঝড়ে দেশটির একাধিক উপকূলীয় শহরে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। এরমধ্যে দেরনা শহরটি সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে।

আল জাজিরা জানায়, পূর্ব লিবিয়ার একটি স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদের মতে, ঝড়ে দুই হাজারের মতো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হয়েছিল। তিনি সোমবার (১১ সেপ্টেম্বর) জানান, ঝড়ে যে হাজার হাজার নিখোঁজ রয়েছে।

তবে তার পরিসংখ্যান কোথা থেকে এসেছে তা তিনি উল্লেখ করেননি।

দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আহমেদ আল-মোসমারি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, দেরনায় মৃতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে। তাছাড়া ৫ থেকে ৬ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

আল-মোসমারি এই বিপর্যয়ের জন্য কাছাকাছি দুটি বাঁধের পতনকে দায়ী করেছেন। যার ফলে এই প্রাণঘাতী আকস্মিক বন্যা সৃষ্টি হয়েছে।

বেনগাজির রেড ক্রিসেন্টের প্রধান কাইস ফাকেরি নিশ্চিত করেছেন যে, ঝড় ড্যানিয়েলের কারণে দেরনা শহরে পানির উচ্চতা ১০ ফুট বেড়ে যায়। এতে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে।

সেপ্টেম্বর ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: