• ঢাকা

  •  সোমবার, মে ৬, ২০২৪

ভিনদেশ

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮৬২

নিউজ ডেস্ক:

 প্রকাশিত: ০৮:৪৯, ১২ সেপ্টেম্বর ২০২৩

মরক্কোয় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮৬২

ছবি: সংগৃহীত

ছয় দশকেরও বেশি সময়ের মধ্যে মরক্কোর সবচেয়ে মারাত্মক ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ প্রত্যন্ত অঞ্চলে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করছেন উদ্ধারকারীরা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দুই হাজার ৮৬২ জনে পৌঁছেছে এবং দুই হাজার ৫৬২ জন আহত হয়েছে বলে জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন।

স্পেন, ব্রিটেন এবং কাতার থেকে যাওয়া অনুসন্ধান দলগুলো দেশটির উদ্ধারকারী দলের সঙ্গে যোগ দিয়েছে। উদ্ধারকারীরা বলেছেন, এই অঞ্চলের ঐতিহ্যবাহী মাটির ইটের ঘরগুলো ধ্বংস হয়ে যাওয়ায় বেঁচে যাওয়া লোকদের খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে গেছে।

মরক্কোর পর্যটন শহর মারাকেশ থেকে ৭২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলে উচ্চ অ্যাটলাস পর্বতমালায় গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সেপ্টেম্বর ১২, ২০২৩

এসবিডি/এবি/

মন্তব্য করুন: