• ঢাকা

  •  শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

জীবন-যাপন

ফার্মগেটে টার্কিশ উইশ লিস্ট ও টার্কিশ ট্রেজারের শোরুম উদ্বোধন

নিউজ ডেস্ক:

 আপডেট: ১১:৩৯, ৪ জুলাই ২০২২

ফার্মগেটে টার্কিশ উইশ লিস্ট ও টার্কিশ ট্রেজারের শোরুম উদ্বোধন

ঢাকা: রাজধানীর ফার্মগেটে গত ১ জুলাই বিকেল ৪টায় জাকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদ্বোধন হলো টার্কিশ উইশ লিস্ট ও টার্কিশ ট্রেজারের শোরুম। এই শোরুমে তার্কির হ্যান্ডমেইড সিরামিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল প্রোডাক্ট পাওয়া যাবে।

টার্কিশ উইশ লিস্ট ও টার্কিশ ট্রেজার মূলত দু'টি প্রতিষ্ঠানই তার্কি থেকে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। তার্কির হ্যান্ডমেইড সিরামিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ট্রেডিশনাল প্রোডাক্ট যেমন- কার্পেট, তার্কিশ রাগ, তার্কিশ জুয়েলারি এবং ঘর সাজানোর সকল প্রকার জিনিষ এখানে পাওয়া যায়। তার্কিশ চ্যান্ড্রেলিয়ার লাইট, যা খুব সৌখিন মানুষদের নজর কেড়ে চলছে গত দুই বছর ধরে। 

তবে কিন্তু পিছিয়ে নেই টার্কিশ ট্রেজারও। গত দুই বছরের যাত্রায় যোগ হয়েছে লাইফস্টাইল প্রোডাক্ট নিয়ে কাজ করা টার্কিশ ট্রেজার৷ ইউরোপিয়ান বিভিন্ন ধরনের ব্র্যান্ডের লাইফস্টাইল সামগ্রী নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। বিশেষ করে তাদের হ্যান্ডমেইড ইউনিসেক্স ফুল লেদার ওয়ালেট ইতোমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ফার্মগেট এলাকার পশ্চিম নাখালপাড়া, সাপরা মসজিদের পাশে ৮ নম্বর বাড়িতে অবস্থিত এই শোরুমের কর্ণধার অর্পিতা খান জানান, ‘গত দুই বছর ধরে কমার্শিয়াল শিপমেন্টের মাধ্যমে শতভাগ সরকারি ভ্যাট-ট্যাক্স দিয়ে টার্কি থেকে সরাসরি বিভিন্ন সামগ্রী পছন্দ করে নিজস্ব দক্ষ কারিগরি ও ট্রেডিশনাল প্রোডাক্টগুলো বাংলাদেশে নিয়ে আসা হয়। সেসব প্রোডাক্ট এতো সময় ধরে অনলাইনভিত্তিক থাকলেও সেটা এখন আর অনলাইনভিত্তিক নেই। আমাদের ডিসপ্লে সেন্টার থেকে এখন যে কেউ চাইলে এইসব প্রোডাক্ট সচক্ষে দেখে নিতে পারবেন।‘

তিনি বলেন, ‘ইতোমধ্যে আমরা কানাডাতেও টার্কিশ উইশ লিস্টের প্রোডাক্ট এবং একটি শাখা খোলার দ্বারপ্রান্তে রয়েছি। আশা করছি খুব শিগরই বিশ্বের অন্যন্য দেশেও আমরা প্রোডাক্ট পাঠাতে পারবো। উল্লেখ্য যে, আমাদের নিজস্ব কোম্পানি দ্বারা সব পরিচালিত হয়ে আসছে এবং সেটা টার্কির ইস্তানবুল শহরে অবস্থিত এবং সেখানেই প্রধান অফিস।‘

অর্পিতা খান সবার কাছে দোয়া চেয়ে বলেন, ‘ইনশাআল্লাহ আমরা ইতোমধ্যে ট্যুরিজম নিয়েও কাজ শুরু করেছি। খুব শীঘ্রই আমরা ট্যুরিজম নিয়েও আপনাদের একটা বড় সুসংবাদ দিতে পারবো।‘

এসবিডি/এবি/

মন্তব্য করুন: