মালদ্বীপে অসুস্থ সিকান্দারকে দেশে ফেরার টিকেট দিলো দূতাবাস

মালদ্বীপ: মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশি কর্মী সিকান্দার শেখকে দেশে ফিরতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বিমানের টিকিট হস্তান্তর করেছেন বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ।
রবিবার (১৮ সেপ্টেম্বর) টিকিট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের কাউন্সেলর (শ্রম) মো. সোহেল পারভেজ ও কল্যাণ সহকারী মোহাম্মদ জসিম উদ্দিন।
সিকান্দার শেখের বাড়ি ফরিদপুর জেলার চর ভদ্রাসন উপজেলায়। সম্প্রতি তিনি আইল্যান্ডে গাছ থেকে পড়ে গুরুতর আহত হন। তার উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশে ফেরা প্রয়োজন হলে তিনি হাইকমিশনে যোগাযোগ করে বিস্তারিত জানালে হাইকমিশনার তাকে দেশে ফেরার টিকিট দেন।
সেপ্টেম্বর ১৯, ২০২৩
এমএকে/এবি/
মন্তব্য করুন: