চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে বিক্ষোভ
ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশীরা।
শনিবার (৭) দুপুর দেড়টার দিকে শত শত চাকরিপ্রত্যাশী শাহবাগ মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
আন্দোলকারীরা জানান, তারা সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবিতে বিক্ষোভ করছেন।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন শাকিল সংবাদমাধ্যমকে বলেন, দুপুরের দিকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনকারীরা শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করছিল। সেখান থেকে আন্দোলনকারীরা হঠাৎ করে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন করছে।
তিনি বলেন, রাস্তা বন্ধ করে আন্দোলনের ফলে এ এলাকায় আপাতত যান চলাচল বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কাজ করছি।
আন্দোলনকারীরা বলছেন, ৩৩ বছর আগে ১৯৯১ সালে সরকারি চাকরিতে বয়সসীমা ২৭ থেকে ৩০ বছরে উন্নীত করা হয়। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের আয়ু বৃদ্ধি পেয়েছে। একারণে চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা যৌক্তিক। গত ১৪ বছর ধরে এই আন্দোলন চলে আসছেল কোনো সুরাহা হয়নি।
এ বিষয়টি সমাধানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি কামনা করছেন তারা।
এসবিডি/এবি
মন্তব্য করুন: