• ঢাকা

  •  বুধবার, নভেম্বর ৫, ২০২৫

প্রযুক্তি

ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করলো এটলাস

নিজস্ব প্রতিবেদক

 আপডেট: ১২:১১, ৫ নভেম্বর ২০২৫

ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করলো এটলাস

ছবি: সংগৃহীত

আনুষ্ঠানিকভাবে নিজস্ব ব্র্যান্ড ‘এটলাস ইভি’ নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)।

বুধবার (৫ নভেম্বর) টঙ্গীতে এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে বাজারজাত কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি। 

এ সময় শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন।

এটলাস কর্তৃপক্ষ জানায়, চলতি বছরের মে মাসে চীনের প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সফল বাস্তবায়নের অংশ হিসেবে এই মোটরসাইকেল বাজারে আনা হয়।

তারা জানায়, ‘এটলাস ইভি’ চারটি ভিন্ন মডেলে (এস-১০০, এস-৯০, এস-৮০, এস-৭০) পাওয়া যাচ্ছে। এই মোটরসাইকেলগুলো বিশেষভাবে বাংলাদেশের আবহাওয়া ও রাস্তার কথা মাথায় রেখে ডিজাইন করা হয়েছে। এগুলোর দাম এখনো নির্ধারণ করা হয়নি, তবে এক লাখ টাকার বেশি হবে।

এটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান বলেন, এটলাস ইভির আধুনিক ফিচার ও সাশ্রয়ী মূল্যে দেশের ক্রেতাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। এটলাস ইভি ব্র্যান্ডের বাজারজাতকরণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানেই ১২০টি ইলেকট্রিক মোটরসাইকেল বিক্রয় হয়ে গেছে। শিগগিরই দেশব্যাপী ডিলার আউটলেটে এই পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেলগুলো পাওয়া যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব) প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএসইসি ও এবিএলের পরিচালকরাসহ কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক এবং ডিলাররা উপস্থিত ছিলেন।

এসবিডি/এবি

মন্তব্য করুন: