নিউজার্সির গভর্নর হলেন মিকি শেরিল
মিকি শেরিল
যুক্তরাষ্ট্রের নিউজার্সির গভর্নর নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী মিকি শেরিল। রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জ্যাক সিয়াতারেলিকে পরাজিত করে রাজ্যের ৫৭তম গভর্নর নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণ শেষ হওয়ার মাত্র ২ ঘণ্টা পরই অ্যাসোসিয়েটেড প্রেস শেরিলের বিজয় ঘোষণা করে।
সাবেক প্রসিকিউটর ও নৌবাহিনীর হেলিকপ্টার পাইলট ছিলেন শেরিল। ২০১৮ সালে কংগ্রেস সদস্য নির্বাচিত হন। তিনি দলের মধ্যপন্থী ধারা প্রতিনিধিত্ব করেন। জুন মাসে অনুষ্ঠিত প্রাইমারিতে নিউয়ার্কের মেয়র রাস বারাকা ও সাবেক সিনেট প্রেসিডেন্ট স্টিভ সুইনির মতো প্রার্থীদের পরাজিত করে ডেমোক্র্যাটিক মনোনয়ন পান শেরিল।
বিশ্লেষকরা বলছেন, নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীর জয় এটাই প্রমাণ করে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদেও নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছেন ডেমোক্র্যাটরা।
এসবিডি/এবি
মন্তব্য করুন: