• ঢাকা

  •  শুক্রবার, নভেম্বর ৭, ২০২৫

জেলার খবর

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে অটো-সিএনজি শ্রমিকদের কর্মবিরতি

 প্রকাশিত: ০১:১৩, ৭ নভেম্বর ২০২৫

বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবীতে অটো-সিএনজি শ্রমিকদের কর্মবিরতি

ছবি- সংগৃহীত

১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিএনপি ঘোষিত ধানের শীষ প্রতীকের প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবীতে গৌরীপুরে কর্মবিরতি অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা সদরের উত্তর বাজার স্টেশনরোড মোড়ে এই অর্ধদিবস কর্মবিরতি পালন করে অটো-সিএনজি শ্রমিক ইউনিয়ন। 
এ সময় রাস্তা অবরোধ করে অটো-সিএনজি বন্ধ রেখে শ্রমিকরা বিভিন্ন ধরণের স্লোগান দেন। 
কর্মবিরতিতে অটো-সিএনজি শ্রমিকরা জানান, গত ১৭ বছর যাবত বিএনপি মনোনীত প্রার্থীকে আমরা পাশে পাইনি। আমাদের সুখ-দুঃখে পাশে ছিলেন আহাম্মদ তায়েবুর রহমান হিরণ। 
তারা এ সময় আরও বলেন, গৌরীপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে মনোনয়ন দেওয়ার আহবাণ জানান। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত আন্দোলনে চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতৃবৃন্দ। 
কর্মবিরতিতে বক্তব্য রাখেন অটো-সিএনজি শ্রমিক ইউনিয়ন উপজেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, স্টেশন রোড শাখার সভাপতি মোঃ মমিন মিয়া, চালক আল আমিন, মোঃ ইউনুস, আশরাফুল ইসলাম, আকরাম হোসেন, সাদেক মিয়া প্রমুখ। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: