ময়মনসিংহ-৩ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ
ছবি- সংগৃহীত
১৪৭ ময়মনসিংহ-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে শ্যামগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও ট্রেন আটকে রেলপথ অবরোধ করেছে আসনটির মনোনয়ন বঞ্চিত প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের অনুসারীরা।
মনোনয়ন পরিবর্তনের দাবিতে হিরণের অনুসারীরা বৃহস্পতিবার বিকালে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কের জালশুকা মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শ্যামগঞ্জ বাজার প্রদক্ষিণ করে শ্যামগঞ্জ রেলওয়ে জংশনে এসে প্রতিবাদ সমাবেশ করে ইকবাল হোসাইনের মনোনয়ন পরিবর্তন করে আহাম্মদ তায়েবুর রহমান হিরণেকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবি জানান।
এ সময় নেত্রকোণার মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন শ্যামগঞ্জ জংশনে যাত্রাবিরতি করলে হিরণের অনুসারীদের একটি অংশ ট্রেন আটকে রেলপথ অবরোধ করে। পরে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাসসহ দলের সিনিয়র নেতারা ঘটনাস্থলে এসে নেতা-কর্মীদের রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে স্টেশন ছেড়ে যায়। এদিকে বৃহস্পতিবার রাতে গৌরীপুর পৌর শহরে ময়মনসিংহ-৩ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন ও ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল করার লক্ষে হিরণের অনুসারীরা শহরে মিছিল ও সভা করে।
শ্যামগঞ্জের কর্মসূচিতে অংশ নিয়ে মনোনয়ন বঞ্চিত আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাইদা মাসরুর বলেন, আজকে আমাদের বিজয় মিছিল করার কথা ছিল। কিন্ত আজকে আমরা করছি প্রতিবাদ মিছিল। যে ক্রাইটেরিয়াগুলো তারা চেয়েছে এমন একটা ক্রাইটেরিয়া নাই যেটা হিরণের মধ্যে নেই। গত ১৭ টা বছর জেলখানা, কোর্ট ও আর পালিয়ে বেড়িয়েছে। আমরা হাসবেন্ড উপজেলা চেয়ারম্যান ছিল। তার একটা বাড়ি নাই, তার একটা জায়গা নাই। সে রাজনীতিটা করছিল পেশার জন্য না, তার নেশার জন্য। আজকে রাজনীতি করে কি লাভ হইলো। আমার একটাই প্রশ্ন কি জন্য তাকে বাদ দেয়া হইলো?। অবিলম্বে মনোনয়ন পরিবর্তন করে হিরণকে বিএনপির মনোনয়ন দেয়া হোক এটা দলীয় নেতা-কর্মী ও গৌরীপুরবাসীর চাওয়া।
গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সফল ও ময়মনসিংহ-৩ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে শান্তিপূর্ণ কর্মসূচি পালন হয়েছে। শ্যামগঞ্জে স্টেশনে রেলপথ অবরোধের খবর পেয়ে আমরা দ্রুত সবাইকে রেললাইন থেকে সরিয়ে নিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করি। তিনি আরো বলেন ১৭ বছর দলের আন্দোলন সংগ্রামে আমাদের নিয়ে সবসময় মাঠে ছিলেন হিরণ। তার বিরুদ্ধে শতাধিক মামলা। আমরা চাই দ্রুত মনোনয়ন পরিবর্তন করে হিরণকে মনোয়ন দেয়া হোক। মনোনায়ন পরিবর্তন না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
এসবিডি/ওবায়দুর রহমান
নিজস্ব প্রতিনিধি
মন্তব্য করুন: