• ঢাকা

  •  মঙ্গলবার, নভেম্বর ৪, ২০২৫

জেলার খবর

দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

 প্রকাশিত: ২১:৪১, ৩ নভেম্বর ২০২৫

দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে গৌরীপুরে বিক্ষোভ

ছবি- সংগৃহীত

সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন ঘোষনা পর ময়মনসিংহে কোথাও আনন্দ মিছিল আবার কোথাও মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ হয়েছে। সোমবার (৩ নভেম্বর) রাত ৮ টার দিকে ১৪৭, ময়মনসিংহ-৩ গৌরীপুরে বিক্ষোভ করেছে মনোনয়ন বঞ্চিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরণের সমর্থকরা।
জানা যায়, এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন। এ খবর ছড়িয়ে পড়লে মনোনয়ন পরিবর্তনের দাবিতে  রাত আটটার দিকে গৌরীপুর পৌর শহরে বিক্ষোভ করেন আহাম্মদ তায়েবুর রহমান হিরনের সমর্থকরা। বিক্ষোভ মিছিলের পরে এক সমাবেশে বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত হিরণের স্ত্রী সাঈদা মাসরুর, গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ শাহজাহান আকন্দ সুমন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম পিয়াস প্রমুখ। 
বিক্ষোভে অংশ নেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়া হাজারও কর্মীসমর্থকরা। বিক্ষোভকারীরা ঘোষনা দেন আগামি ২৪ ঘন্টার মধ্যে মনোনয়ন পরিবর্তন করা না হলে বৃহত্তর আন্দেঅলন গড়ে তোলা হবে। প্রয়োজনে সড়ক ও রেলপথ অবোরধ করে দাবি করা হবে।
এ বিষয়ে গৌরীপুর পৌর বিএনপির সদস্য সচিব সুজিত চন্দ্র দাস জানান, গত ১৭ বছর হিরণ রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। ঘোষিত মনোনয়ন পরিবর্তন না হলে আগামীকাল থেকে নারী পুরুষদের সাথে নিয়ে বিক্ষোভ ও কঠোর কর্মসূচী প্রদান করা হবে। তারপরও পরিবর্তন না হলে হরতাল অবরোধের মতো কর্মসূচি পালন করা হবে।
আহাম্মদ তায়েবুর রহমান হিরণের স্ত্রী সাঈদা মাশরুর বলেন, আমার স্বামী গত ১৭ বছর রাজপথে ছিলেন, শতাধিক মামলার আসামী হয়েছেন। কোনদিন বাসায় ঘুমাতে পারেননি। আমি জেলখানা-কোর্টে দৌড়াদৌড়ি করেছি। আমার মেয়ে তার বাবার সান্নিধ্য পায়নি। আমি ও আমার মেয়ে জুলাই আন্দোলনে অংশ নিয়েছি আর আমার স্বামী জেলখানাতে ছিলাম। ঘোষিত মনোনয়ন প্রত্যাহার করে আমার স্বামীর যে ত্যাগ সেই ত্যাগের মূল্যায়নের দাবী জানাচ্ছি। 
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: