• ঢাকা

  •  সোমবার, নভেম্বর ৩, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার-৪

 প্রকাশিত: ১৮:৫৪, ২ নভেম্বর ২০২৫

গৌরীপুরে যৌথবাহিনীর অভিযানে চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার-৪

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ১৪ লিটার চোলাই মদ ও ২২০ লিটার উপকরণ উদ্ধার করে। মদ তৈরির সাথে জড়িত থাকায় ৪ জনকে গ্রেপ্তার করে। শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলার পৌর শহরের মধ্য ভালুকা থেকে এসব মদ উদ্ধার করে গৌরীপুর অস্থায়ী সেনাক্যম্প যৌথ বাহিনী।  অভিযানটি পরিচালনা করেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশেদ। অভিযানে অংশ নেন গৌরীপুর থানার পুলিশ।  
সেনাক্যাম্পসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে পৌর শহরের ভালুকা ব্রীজ সংলগ্ন ঋষি বাড়িতে  অভিযান পরিচালনা করে ১৪ লিটার চোলাই মদসহ ২২০ লিটার উপকরণ উদ্ধার করা হয়। এ সময় মদ তৈরিতে জড়িত থাকার অভিযোগে ৪ জনকে আটক করা হয়। আটককৃতরা তাদের বসতঘরের মেঝে খুঁড়ে চোলাই মদের গোপন মজুদ রেখে ব্যবসা করে আসছিল। 
আটককৃতরা হলেন মধ্য ভালুকা ব্রীজ সংলগ্ন মুরাদ রবিদাসের ছেলে বিশ্বনাথ রবিদাস (৬০), বিশ্বনাথ রবিদাসের স্ত্রী মিনা রবিদাস (৫৫), মৃত জীবন রবিদাসের স্ত্রী সবিতা রবি দাস (৪৫) ও মৃত জীবন রবিদাসের ছেলে তাপস রবিদাস (৪৫)। 
উদ্ধারকৃত মদ, উপকরণ ও আটককৃতদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়। 
এ বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ দিদারুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।
 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: