• ঢাকা

  •  বৃহস্পতিবার, অক্টোবর ৩০, ২০২৫

জেলার খবর

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

 প্রকাশিত: ১২:২৪, ৩০ অক্টোবর ২০২৫

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ছবি- সংগৃহীত

ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাধারণ সম্পাদক শাহ মোঃ নাসির উদ্দিন রোমনের নির্দেশনায় ও ময়মনসিংহ উত্তর জেলা যুবদল সদস্য তাজ উদ্দিন ভূট্টোর উদ্যোগে পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকা থেকে লড়ি গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলা ও পৌর যুবদলের নেতা-কর্মীরা। 
প্রধান অতিথি থেকে শোভাযাত্রার উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি। 
শোভাযাত্রাটি পৌর শহর প্রদক্ষিণ করে ঝলমল সিনেমা হল চত্বরে এসে শেষ হয়ে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সদস্য তাজ উদ্দিন ভূট্টো। 
গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি জিকু সরকারের সঞ্চালনায় বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মিলটন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নূরুজ্জামান সোহেল, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের কর্মসংস্থান সম্পাদক সাইদুল ইসলাম লিংকন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিলটন, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য শাহিন ইকবাল, গৌরীপুর পৌর শাখার সদস্য সচিব জাহাঙ্গীর আলম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আলম, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসান আলিফ, টেকনিক্যাল কলেজ এন্ড স্কুলের সভাপতি মোঃ মিয়াদ প্রমুখ। 

আলোচনাসভা শেষে বৃক্ষরোপন করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। 

এসবিডি/ওবায়দুর রহমান

মন্তব্য করুন: