১৫৩, ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জে বিএনপি’র দলীয় মনোনয়ন পেলেন মাজেদ বাবু
ছবি- সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সারাদেশে ২৩৮টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন দিয়েছে। এর মধ্যে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন ঈশ্বরগঞ্জের জনমানুষের নেতা, জনপ্রিয় রাজনীতিক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু।
মনোনয়নের খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে ঈশ্বরগঞ্জে সাধারণ জনগণের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় আড্ডায় শুরু হয় শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার। দীর্ঘদিন ধরে দলের হয়ে নিবেদিতভাবে কাজ করে আসা এই নেতাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতাকর্মীরা বিএনপি উচ্চ নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ঈশ্বরগঞ্জবাসীর আশা, ইঞ্জিনিয়ার লুতফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে এলাকার উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
লুৎফুল্লাহেল মাজেদ বাবু বলেন, আমার প্রতি ঈশ্বরগঞ্জ মানুষ আস্থা রেখেছে, দল ও আমার প্রতি আস্থা রেখেছে, আমি সব সময় ঈশ্বরগঞ্জ এর সেবা করে যাব। ধানের শীষে ভোট দিয়ে আমাকে এমপি হতে সহযোগীতা করবেন।
এসবিডি/ওবায়দুর রহমান
মন্তব্য করুন: